Skip to main content

Posts

নবতম সংযোজন

বলবো কি আর

বলবো কি আর বলবো কি আর নতুন করে তু মি আছো হৃদয় জুড়ে। তোমার তাল টি শুনে মনে ছন্দ জাগে আমার প্রাণে। সে সুর বাজে ক্রমান্বয়ে,কখনো চড়াই কখনো খাদে।

কালো রাগ বিদিশা বন্দ্যোপাধ্যায়...

  কালো রাগ বিদিশা বন্দ্যোপাধ্যায়... একদিন ভালোবাসার কথা বলেছিলে হয়তো অজান্তে খেয়ালের বশে সম্পর্ক পুড়িয়ে পড়ে আছে  একমুঠো কালো রাগ। তবুও একদিন প্রেমের মূর্ছনা বেজেছিল স্বপ্নে এসেছিল বন্ধনের বিভোরতা । সে সব মুছে যাওয়া স্মৃতি ভীত মন তোমাকে ছোঁয়ার সাহস করেছিল, হয়তো বা স্বপ্নে এসে ছুঁয়ে দিয়েছিল তোমাকে মনের উপত্যকা জুড়ে ছিল শুধু তোমার আনাগোনা , সেখানে এসেছে তীব্র হাহাকার শূন্য প্রান্তরে শীতল বাতাসের স্পর্শে শিহরণ জাগে,উষ্ণতা কই? আজ সব অতীত পড়ে আছে স্মৃতি,আর আছো তুমি কেবল স্বপ্ন জুড়ে।।

নিদারুণ দিনগুলো পেরিয়ে

  গল্প টি সম্পূর্ন পড়তে ক্লিক করুন....