বলবো কি আর বলবো কি আর নতুন করে তু মি আছো হৃদয় জুড়ে। তোমার তাল টি শুনে মনে ছন্দ জাগে আমার প্রাণে। সে সুর বাজে ক্রমান্বয়ে,কখনো চড়াই কখনো খাদে।
শিশু দিবস আজ শিশু দিবস চারিদিকে হুড়োহুড়ি ভালোবাসা নিয়ে। ফুল মালা মিষ্টি বই দিয়ে ভরে দিতে ব্যাস্ত, সবাই শুধু শিশু প্রেমী। আজকের জন্য। আমরা নিজেদের এতই ভালোবাসি,যে ভালোবাসা বিলিয়ে , ঢাক ঢোল পিটিয়ে আমাদের ভালোবাসা গুলি, থুড়ি আমাদের ভালোলাগা ,আমাদের শুধুই খেয়াল, নিজেকে মাতানোর মহড়া গুলি, প্রচার করি। ভালোবাসার মধ্য দিয়ে। আজ রাত বারোটায় সব ইতি। কাল যেমন যা , তেমনি থাকবে । যে স্কুল যেতে অক্ষম ,তাকে ব্যবহার করা হবে নিজের প্রয়োজনে। যে শিশু টি চায়ের দোকানে , বাল্য মনের পরিচয় দেবে,জুটবে কিছু গালি কিম্বা মার। যে শিশুটির বক্ষ কুঁড়ি সবে মুকুলিত হচ্ছে, তাকে দেখে জেগে উঠবে আদিম রিপু। শত চিৎকার ঢাকা পড়ে যাবে , অট্টহাসির আড়ালে। আবার আসবে 14 ই নভেম্বর। আবার জাগবে শিশু প্রেম । সবাই মাতবে শিশু উৎসবে, মধ্যে কিছু ভন্ড কুড়োবে যশ মান।।