Skip to main content

Posts

Showing posts with the label কবিতা

নবতম সংযোজন

বলবো কি আর

বলবো কি আর বলবো কি আর নতুন করে তু মি আছো হৃদয় জুড়ে। তোমার তাল টি শুনে মনে ছন্দ জাগে আমার প্রাণে। সে সুর বাজে ক্রমান্বয়ে,কখনো চড়াই কখনো খাদে।

শিশু দিবস

  শিশু দিবস  আজ শিশু দিবস চারিদিকে হুড়োহুড়ি ভালোবাসা নিয়ে। ফুল মালা মিষ্টি বই দিয়ে ভরে দিতে ব্যাস্ত, সবাই শুধু শিশু প্রেমী। আজকের জন্য। আমরা নিজেদের এতই ভালোবাসি,যে ভালোবাসা বিলিয়ে , ঢাক ঢোল পিটিয়ে আমাদের ভালোবাসা গুলি, থুড়ি আমাদের ভালোলাগা ,আমাদের  শুধুই খেয়াল, নিজেকে মাতানোর মহড়া গুলি, প্রচার করি। ভালোবাসার মধ্য দিয়ে। আজ রাত বারোটায় সব ইতি। কাল যেমন যা , তেমনি থাকবে । যে স্কুল যেতে অক্ষম ,তাকে ব্যবহার করা হবে নিজের প্রয়োজনে। যে শিশু টি চায়ের দোকানে , বাল্য মনের পরিচয় দেবে,জুটবে কিছু গালি কিম্বা মার। যে শিশুটির বক্ষ কুঁড়ি সবে মুকুলিত হচ্ছে, তাকে দেখে জেগে উঠবে আদিম রিপু। শত চিৎকার ঢাকা পড়ে যাবে , অট্টহাসির আড়ালে। আবার আসবে 14 ই নভেম্বর। আবার জাগবে শিশু প্রেম । সবাই মাতবে শিশু উৎসবে, মধ্যে কিছু ভন্ড কুড়োবে যশ মান।।

আবেগ

  আবেগ বিদিশা বন্দ্যোপাধ্যায়  নিকষ কালো গভীর রাত, বুকের মধ্যে এক পৃথিবী শব্দ গুমরতে থাকে - চারপাশে থমথমে নিস্তব্ধতা। ঠিক  যেনো অন্তহীন,আলোক হীন -- এক বিরাট কালো গহ্বর প্রবেশ পথ। মাঝে মাঝে,অন্ধকার আকাশের বুকে আলোর ঝলকানি মত - মনের আকাশে আঁকিবুকি কাটে স্মৃতিরা। সুপ্ত থাকা আদিম আবেগ সহস্র ফণা তুলে , প্রসারিত হওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠে , এক একটি মোচড়ে ভেঙ্গে দেয় সব বাধা , আপন গতিতে বেরিয়ে এসে মিশে যায় অজানার অতল গভীরে।

তোমার জন্য

  তোমার জন্য বিদিশা বন্দ্যোপাধ্যায ********* কাল, সারারাত বৃষ্টি  পড়েছে টু.... প,টু..... প,টু.... প যেমন করে মোমবাতির গা বেয়ে ঝরে পড়ে গলিতে মোম  যেন তাড়াহুড়ো নেই, দুলকি  চালে চলা,  কাল সারারাত বৃষ্টি পড়েছে।  তোমার স্মৃতি ঝরে পড়েছে মনের নিভৃতে টুপ টুপ করে। মালি মরে যায়  সাজানো বাগান শুকিয়ে যায়।  আবার কোনদিন কোন নতুন মালির স্পর্শে,  জেগে ওঠে বাগান।  নতুন ফুল ফোটে ,পাখি আসে, মুখরিত হয় চারিধার। নীল আকাশ, রাতের তারা অপেক্ষা করে ...  তোমার জন্য ।।

কালো রাগ বিদিশা বন্দ্যোপাধ্যায়...

  কালো রাগ বিদিশা বন্দ্যোপাধ্যায়... একদিন ভালোবাসার কথা বলেছিলে হয়তো অজান্তে খেয়ালের বশে সম্পর্ক পুড়িয়ে পড়ে আছে  একমুঠো কালো রাগ। তবুও একদিন প্রেমের মূর্ছনা বেজেছিল স্বপ্নে এসেছিল বন্ধনের বিভোরতা । সে সব মুছে যাওয়া স্মৃতি ভীত মন তোমাকে ছোঁয়ার সাহস করেছিল, হয়তো বা স্বপ্নে এসে ছুঁয়ে দিয়েছিল তোমাকে মনের উপত্যকা জুড়ে ছিল শুধু তোমার আনাগোনা , সেখানে এসেছে তীব্র হাহাকার শূন্য প্রান্তরে শীতল বাতাসের স্পর্শে শিহরণ জাগে,উষ্ণতা কই? আজ সব অতীত পড়ে আছে স্মৃতি,আর আছো তুমি কেবল স্বপ্ন জুড়ে।।