বলবো কি আর বলবো কি আর নতুন করে তু মি আছো হৃদয় জুড়ে। তোমার তাল টি শুনে মনে ছন্দ জাগে আমার প্রাণে। সে সুর বাজে ক্রমান্বয়ে,কখনো চড়াই কখনো খাদে।
আবেগ বিদিশা বন্দ্যোপাধ্যায় নিকষ কালো গভীর রাত, বুকের মধ্যে এক পৃথিবী শব্দ গুমরতে থাকে - চারপাশে থমথমে নিস্তব্ধতা। ঠিক যেনো অন্তহীন,আলোক হীন -- এক বিরাট কালো গহ্বর প্রবেশ পথ। মাঝে মাঝে,অন্ধকার আকাশের বুকে আলোর ঝলকানি মত - মনের আকাশে আঁকিবুকি কাটে স্মৃতিরা। সুপ্ত থাকা আদিম আবেগ সহস্র ফণা তুলে , প্রসারিত হওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠে , এক একটি মোচড়ে ভেঙ্গে দেয় সব বাধা , আপন গতিতে বেরিয়ে এসে মিশে যায় অজানার অতল গভীরে।